ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিকাশকর্মীকে গুলি করে দেড়লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বিকাশকর্মীকে গুলি করে দেড়লাখ টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর হাজারীবাগে অনিক হোসেন (২১) নামের এক বিকাশ এজেন্ট কর্মচারীকে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্ব‍ৃত্তরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাজারীবাগ খলিল সরদার কৃষি মার্কেটের বিপরীতপাশে জব্বার স্টোরে একটি বিকাশ এজেন্ট অফিসে এ ঘটনা ঘটে।



আহত অনিক হোসেনের বন্ধু জহির উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে ৩ জন আরোহী এসে অফিসে ঢুকে অনিককে গুলি করে। এরপর দোকানে থাকা প্রায় দেড় ল‍াখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, দুর্বৃত্তদের করা গুলি অনিকের ডান পায়ে লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এজেডএস/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।