ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘বস্তি উচ্ছেদ নয়, বাস্তুচ্যুতদের পুনর্বাসন নীতিমালা জরুরি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘বস্তি উচ্ছেদ নয়, বাস্তুচ্যুতদের পুনর্বাসন নীতিমালা জরুরি’ ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বস্তিবাসীদের উচ্ছেদ নয়, বরং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতদের অভ্যন্তরীণ পুনর্বাসনের দাবি জানিয়েছে ৩০টি বেসরকারি সংগঠন। এ দাবি বাস্তবায়নে জাতীয় অভ্যন্তরীণ পুর্বাসন নীতিমালা দ্রুত চূড়ান্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে জলবায়ু বাস্তচ্যুতদের পক্ষে এ আহ্বান জানানো হয়।

ইকুয়িটি বিডি, উন্নয়ন ধারা ট্রাস্ট, উন্নয়ন বাংলাদেশ, অনলাইন নলেজ সোসাইটি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট, শ্রমিক নিরাপত্তা ফোরামসহ ৩০টি বেসরকারি সংগঠন ও তাদের নেটওয়ার্কের কর্মীরা এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন- ইকুয়িটি বিডির প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী ও সদস্য মোস্তফা কামাল আকন্দ, কৃষক ফেডারেশনের বদরুল আনাম, উন্নয়ন ধারা ট্রাস্ট্রের আমিনুর রহমান, অনলাইন নলেজ সোসাইটির প্রধান নির্বাহী প্রদীপ কুমার রায় প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে কোপেনহেগেন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে জলবায়ু তাড়িতদের জন্য আন্তর্জাতিক প্রটোকল দাবি করেন। অথচ জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসন না করে তাদের উচ্ছেদ করা হচ্ছে। কল্যানপুর বস্তি উচ্ছেদ এর অন্যতম উদাহরণ।

এ বস্তি উচ্ছেদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায় ৩০ থেকে ৪০ মিলিয়ন লোক বাস্তুভিটা হারাতে পারে বা স্থানান্তরিত হতে পারে। আগামী ২০২০ থেকে ২০২২ সাল নাগাদ দেশের জনসংখ্যা হবে ২০ থেকে ২২ কোটি। আর এর একটি বড় অংশ রাজধানীতে বসবাস করবে। প্রতিদিনই মানুষ বাস্তুচ্যুত হবে। তাই গবেষণা করে অভ্যন্তরীণ পুনর্বাসন নীতিমালা দ্রুত চূড়ান্ত করতে হবে।

বস্তি উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বস্তি উচ্ছেদ সমাধান নয়, বরং পুনর্বাসন জরুরি।

বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।