ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাসচাপায় অজ্ঞাত পরিচয় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সাভারে বাসচাপায় অজ্ঞাত পরিচয় নারী নিহত ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক মধ্যবয়সী নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় নবীনগর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও বাসের চালক পলাতক রয়েছেন।

পরে ওই নারীকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, নিহত নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত নারীর পরনে কালো বোরখা ছিল। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।