ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৫ মাদকসেবীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বগুড়ায় ৫ মাদকসেবীকে জরিমানা ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
তারা হলেন- বগুড়া সদর উপজেলার মালতিনগরের আহসান হাবীব (৪৫), শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকার খলিলুর রহমান (২৬), রবিউল ইসলাম শাওন (২৪), বকুল হোসেন (২৮) ও বাউল দাস (১৯)।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।  
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।