ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ঝিনাইদহে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসিকোর্ট চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।



স্থানীয় সরকার উপ-পরিচালক আবু ইউসুফ মহাম্মদ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মাহাবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আব্দুর রউফ মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ন,পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. জাহিদ হাসান, ডা. হাসানুজ্জামান ও অ্যাডভোকেট সুবির সমাদার প্রমুখ।

জেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবনী ডিজিটাল মেলায় ৪০টি স্টল অংশ গ্রহণ করেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার উসমান গণি। মেলা উদ্বোধনের আগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।