ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): ভারতের ৬৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অপরদিকে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি ইমামুল হক এবং ডিএস সিন্ধু বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলীর হাতে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেন এবং একে অপরের সহিত কুশল বিনিময় করেন।

এ সময় সেখানে বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক আলমগীর হোসেনসহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

ভারতের বিএসএফ রায়গঞ্জ সেক্টর কমান্ডারের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, বিএসএফ পতিরাম-১৯৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ফুলবাড়ি-২৯ ব্যাটালিয়নে অধিনায়ক, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার, আটাপাড়া বিওপি কমান্ডারের জন্য সর্বমোট ১০ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

অপরদিকে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের ১৯৯-পতিরাম ব্যাটালিয়ন কমান্ডার ও হিলি বিএসএফ কোম্পানি কমান্ডারের জন্য দুই প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএফ সদস্যরা বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে। বিজিবির পক্ষ থেকেও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়।

সীমান্তে দায়িত্ব পালনরত দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।