ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দীগঞ্জে বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
মেহেন্দীগঞ্জে বখাটের কারাদণ্ড

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে সজল বেপারি (২২) নামে এক যুবককে চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজিমউর রহমান এই আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত সজল (২২) একই থানার রতনপুর গ্রামের আবদুল মান্নান বেপারির ছেলে।

কাজীরহাট থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এক এসএসসি পরীক্ষার্থী বাড়ি ফিরছিল। এসময় সজল মেয়েটিকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাকে ধরে থানায় নিয়ে যান। পরে সজলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে চার মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।