ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন ও প্রেমিকের ফাঁসি বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন ও প্রেমিকের ফাঁসি বহাল

ঢাকা: নরসিংদীর শিশু শিহাবুর রহমান পায়েল হত্যা মামলায় তার মা আফরোজা সুলতানা নূপুরের যাবজ্জীবন এবং কথিত প্রেমিক গাজী আব্দুস সালাম ওরফে উজ্জল ওরফে রাজীবের ফাঁসির দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

দুই আসামির আপিল এবং মৃত্যুদণ্ড কার্যকরের আবেদনের (ডেথ রেফারেন্সের) শুনানি শেষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বশির উল্ল্যাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহজাহান কবীর।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এম মান্নান মোহন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ার সিঙ্গাপুর প্রবাসী সোহরাব হোসেন ভুঁইয়া মামুনের সাড়ে তিন বছরের ছেলে পায়েলকে পরকীয়ার জের ধরে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০০৯ সালে তার মা আফরোজা সুলতানা নুপুরকে যাবজ্জীবন এবং নুপুরের কথিত ‘প্রেমিক’ গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

এ রায়ের বিরুদ্ধে দুই আসামি আপিল করেন।

এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী বলেন, শুনানির সময় আমরা বলেছি, শিশু শিহাবুর রহমান পায়েলের কোনো শত্রু নেই। পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তার মা আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছেন।

তবে অ্যাডভোকেট শাহজাহান কবীর এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৬/আপডেট: ১৬৫০ ঘণ্টা
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।