ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর-কুমিল্লায় শুরু হচ্ছে বিএসটিআই’র মান নিয়ন্ত্রণ কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
রংপুর-কুমিল্লায় শুরু হচ্ছে বিএসটিআই’র মান নিয়ন্ত্রণ কার্যক্রম শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: রংপুর ও কুমিল্লা জেলা সদরে অস্থায়ীভাবে মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ কার্যক্রম শুরু করবে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। প্রাথমিকভাবে ব্যক্তি মালিকানাধীন ভাড়া বাড়িতে এ কার্যক্রম চালু হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



জেলা পর্যায়ে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন অফিস কাম ল্যাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) ৩০তম কাউন্সিল সভায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শিল্পমন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানের গুণগতমানের ওপর জনগণের জীবনের সুরক্ষার বিষয়টি নির্ভর করছে। শিশুখাদ্য ও নির্মাণ সামগ্রীতে ভেজাল মেশানো হলে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এটি প্রতিরোধের দায়িত্ব বিএসটিআই’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্তায়।

মন্ত্রী জাতীয় পর্যায়ে পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিএসটিআইর মহাপরিচালক ইকরামুল হকসহ শিল্প, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বরাষ্ট্র, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, অর্থ বিভাগ, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং ডিসিসিআই, বিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ৩০১৬
ইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।