ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা

জাতীয় সংসদ ভবন থেকে: মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির পর এবার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা ও অন্যান্য পারিতোষিক বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার।

সম্মানি ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।


 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সিলেট-৫ এর সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
 
সাত সিটিতে অভিন্ন ইনডেক্স নম্বর:
সিটি করপোরেশনে অধিকতর নাগরিক সেবা নিশ্চিতে ট্রাক্স আদায় ও কর ফাঁকি রোধে একটি অভিন্ন ইনডেক্স নম্বর চালু করবে সরকার।
 
কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনের সদস্য সোহরাব উদ্দিনের প্রশ্নোত্তরে সংসদকে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।
 
মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনে হোল্ডিং নম্বরের সাথে নাগরিক সেবা নিশ্চিত, ট্রাক্স আদায় ও কর ফাঁকি রোধকল্পে একটি অভিন্ন ইনডেক্স নম্বর চালুর পরিকল্পনা সরকারের আছে।
 
স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন আরবান পাবলিক অ্যান্ড হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় ৭টি সিটি করেপারেশনের হিসাব ও রাজস্ব বিষয়ক কার্যক্রম অটোমেশন করার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলেও ‍জানান তিনি।
 
দরপত্রের কারিগরি মূল্যায়ন সমাপ্ত করে উন্নয়ন সহযোগী এডিবি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এডিবির অনুমোদনপ্রাপ্তির পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই সাতটি সিটি করপোরেশনের নাগরিকরা এর আওতাধীন হবেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা,  জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।