ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে মর্চ নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাফর গ্রামে মর্চ নদীর তীরে এ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ব্রীজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ প্রমাণিক, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, স্বাস্থ্যকর্মী মোশারফ হোসেন, শিক্ষক তোতা মিয়া, এবিএম শরিফ উদ্দিন, আনিছুর রহমান, সুনীল চন্দ্র, আ. মজিদ সরকার, আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, আ. জলিল ও জাহিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মর্চ নদীর উপর একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের। ব্রিজের অভাবে এলাকার  সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। এটি নির্মিত হলে কিশোরগাড়ী ইউনিয়নের জাফর, মুংলিশপুর, গনকপাড়া, হাসানখোরসহ ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।