ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।



এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে শহরের টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।