ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দেখাইলেন মুরগি, দিলেন ডিম!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
দেখাইলেন মুরগি, দিলেন ডিম!

জাতীয় সংসদ ভবন থেকে: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফকে উদ্দেশ্য করে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম বলেছেন, দেখাইলেন মুরগি, দিলেন ডিম! এই দিয়ে কী করমু?
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে ঢাকা সিটির রাস্তা-ঘাটের বেহাল অবস্থার চিত্র তুলে ধরে এ কথা বলেন তিনি।

হাজী সেলিম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত আমলে প্রশাসক দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চালিয়েছে।

এরপর সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে। নয় মাস অতিবাহিত হচ্ছে কিন্তু সিটি কর্পোরেশনের রাস্তা-ঘাটের বেহাল দশা। এই রাস্তা-ঘাট কবে উন্নত হবে?
 
এ সময় তিনি বলেন, দেশের মানুষ সবাই জানে এমপিদের নামে ২০ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া আছে রাস্তা-ঘাট সংস্কারে। কিন্তু দিলেন কই? মাননীয় মন্ত্রী দেখাইলেন মুরগি, দিলেন ডিম; এই দিয়ে কী করমু?
 
জবাবে মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে চলে। আপনি যদি সিটি কর্পোরেশনের উন্নয়ন চান, রাজস্ব বাড়াতে চান, তাহলে সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বসুন, ট্যাক্স বাড়াতে চাইলে বাড়ান। এজন্য সরকারের যে যে সহযোগিতা করার প্রয়োজন করবে। আর যদি মনে করেন সিটি কর্পোরেশনের সব দায়িত্ব সরকারের তাহলে তো সিটি কর্পোরেশনের অস্তিত্বই থাকে না।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/এমজেএফ

** খাল দখলের সুযোগ নেই
** চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।