ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
চুয়াডাঙ্গা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা জাসদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৬ জানুয়ারি) বিকেলে শহরের শ্রীমন্ত টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু।

জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল হক বাবু, জাসদ নেতা এম সবেদ আলী ও অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে জাসদ নেতা এম সবেদ আলীকে সভাপতি ও অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জাসদের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।