ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডিজিটাল প্রযুক্তিতে জীবনযাত্রায় আমূল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ডিজিটাল প্রযুক্তিতে  জীবনযাত্রায় আমূল পরিবর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বর্তমান পৃথিবীতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের মানুষের জীবনমানে আমূল পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কায়সার স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কার্যালয় এ সভার আয়োজন করে।

সভার প্রধান অতিথি আরিফ খান জয় বলেন, নিত্যনতুন তথ্য ব্যবহার করে আমরা আমাদের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটিয়েছি। তথ্য প্রযুক্তিকে পাশ কাটিয়ে আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার কোনো সুযোগ নেই। তাই পরবর্তী প্রজন্মকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সরকার সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীন কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে সব মানুষের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

‘বাংলাদেশ কাস্টমসকে সার্বিকভাবে ডিজিটাল করা সম্ভব হলে তা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে। ’

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মুস্তাক আলী, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো. দবির উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

২৬ জানুয়ারি বিশ্বের ১৮০টি দেশের মতো বাংলাদেশেও ‘ডিজিটাল কাস্টমস, ক্রমবর্ধমান অংশগ্রহণ’‍ স্লোগানে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরের জিরোপয়েন্ট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।