ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে সংসদীয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে সংসদীয় কমিটি

ঢাকা: কৃষিখাতে অপ্রতুল বাজেট বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। আগামী অর্থবছরের বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


 
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিত থেকে নিজেদের চাহিদা জানাতে বলেছে কমিটি।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
 
কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুল মান্নান এবং রেজাউল করিম তানসেন অংশ নেন। কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম, বিএডিসি’তে বাস্তবায়নাধীন ডাবল লিফট সেচ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে পদোন্নতি ও চলমান জনবল নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির ওপর আলোচনা হয়। এ সময় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিএমডিএ’র কর্মকর্তা সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল চীনের সেচ ব্যবস্থায় প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদর্শনের ওপর প্রতিবেদন উপস্থাপন করে।
 
বৈঠকে দেশের খাদ্য উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি ও খাদ্যশস্যের বিভিন্ন জাত উদ্ভাবনের জন্য কৃষি গবেষণাকে আরও উন্নত ও প্রযুক্তি নির্ভর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

একইসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল ও উন্নত করতে মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেয় কমিটি।

এছাড়া বৈঠকে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়িসহ পার্বত্যাঞ্চলে কৃষি কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।