ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘জেএমবি’ পরিচয়ে রাবি শিক্ষককে হুমকি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘জেএমবি’ পরিচয়ে রাবি শিক্ষককে হুমকি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক হাসান পারভেজের কাছে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় হাসান পারভেজ সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি অভিযোগে বলেন, সোমবার দুপুর ২টা ৫০মিনিটে একটি (০১৮২০১৪৩৯৪৪) নাম্বার থেকে আমাকে ফোন করা হয়। রিসিভ করার পর জেএমবি পরিচয় দিয়ে তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আমার পরিবারের কাউকে অপহরণের হুমকি দেয়। কথা বলার এক পর্যায়ে ১০ হাজার টাকা দিতে বলে। আমি বলেছি, আমার কাছে আজকে টাকা নেই আগামীকাল (মঙ্গলবার) দিবো। টাকা কোথায় দিতে হবে তা আগামীকাল (মঙ্গলবার) জানাবে। তারা আনুমানিক বেলা ১১টায় টাকা দিতে বলেছে।

বোয়ালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।