ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সলঙ্গায় ৫ ব্যবসায়ীকে জরিমানা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে সলঙ্গা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইকবাল আকতার এ অভিযান পরিচালনা করেন।



র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি ইউনুছ আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সলঙ্গা বাজারে বেশকিছু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ৮৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধারসহ ব্যবসায়ী দুলাল কুণ্ডুকে ৫০ হাজার, যাদব চন্দ্র ঠাকুরকে ১০ হাজার, খগেন পোদ্দারকে ৫০ হাজার, অজিত বসাককে ৫০ হাজার ও পরিতোশ সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।