সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুরাদুল ইসলাম (৩৫) নামে এক কাস্টমস পরিদর্শকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের অপর তিনি যাত্রী।
বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদুল ইসলাম বেনাপোল কাস্টমস অফিসের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার মুলিগাতী গ্রামের বাচ্চুর ছেলে শিলন (২৩), একই উপজেলার রাজাপুর সরকারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে সম্রাট (৩০) ও জামালনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহীন (২৪)। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ৩ যাত্রীসহ কাস্টমস পরিদর্শক মুরাদুল নিজেই মাইক্রোবাসটি চালিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। ঝাঐল ওভার ব্রিজ এলাকায় বিপরীত দিক থেতে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুরাদুল ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬/ আপডেটেড: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমজেড