ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ফেনীতে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ফেনীতে প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


 
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি আমিনুল হক বাবুল, চাঁদপুর জেলা সভাপতি রফিক আহম্মদ মিন্টু ও চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অনুপ সাহা।
 
রাতে কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউছুফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফেনী জেলা সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি শিখা সেন গুপ্তা।  
 
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৭ জন শিক্ষক অংশ  নেন।
 
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।