ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলারডুবি, ২ শিশুর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
মেঘনায় ট্রলারডুবি, ২ শিশুর মৃতদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে মেঘনায় ট্রলারডুবির ছয় দিন পর নিখোঁজ থাকা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকালে বরিশাল থেকে ফাহিম নামে দেড় বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

সে হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার লিটন হাজীর ছেলে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল বাংলানিউজকে জানান, বরিশালের অন্তর্বান এলাকায় মেঘনা নদীতে স্থানীয় জেলেদের জালে শিশু ফাহিমের মৃতদেহ উঠে আসে। পরে বিষয়টি জানতে পেরে তার স্বজনরা মৃতদেহ হাইমচরে নিয়ে আসেন।

এদিকে, দুপুর আড়াইটার দিকে নদীর দুর্ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের ভেতর থেকে আরেক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন, মোস্তফা মৃধার ছেলে মানিক (৪) ও রতন (২), শাহ আলমের স্ত্রী নারগিস (৩০) ও মেয়ে শাহজাদী (২০), সালহা উদ্দিন নেপালের স্ত্রী আলেয়া (২৬) এবং তার দুই সন্তান সিয়াম (৮) ও স্বর্ণা (৪)।

গত ২৬ জানুয়ারি সকালে হাইমচরের তেলিরমোড় এলাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে এমভি রবিন ট্রলারটি ঈশানবালা যাওয়ার পথে মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬/আপডেট: ১৫১৯ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।