ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মৌলভীবাজার পৌর শহরের পশ্চিম ধরকাপন এলাকায় প্রবাসী মো. ফারুক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর শহরের পশ্চিম ধরকাপন এলাকায় প্রবাসী মো. ফারুক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

শনিবার (০৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ডাকাতরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতর ঢুকে পরিবারের সবার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।