ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে উদীচীর নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
পটুয়াখালীতে উদীচীর নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালিতে উদীচী শিল্পী গোষ্ঠীর নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালিতে উদীচী শিল্পী গোষ্ঠীর নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ স্মৃতি পাঠাগারের মিলনায়তনে আলোচনা সভা ও সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়।

জেলা সংসদের সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল এমার সঞ্চালনায় ও সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে নবম এ সম্মেলনের উদ্বোধন করেন প্রগতিশীল নেত্রী ফাতেমা জব্বার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সী, পবিপ্রবি উদীচীর সভাপতি আ.ক.ম মোস্তাফা জামান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মু. মুস্তাফিজুর রহমান মিলন, সদস্য সচিব রবিউল আমিন বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমএস/বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।