ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশায় শিমুলিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
কুয়াশায় শিমুলিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মা নদীতে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মা নদীতে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

পরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলীম বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে ফেরি চলাচল বিঘ্নিত হয়। পরে সকাল সাড়ে ৫টা থেকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কুয়াশা কেটে যাওয়‍ায় সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হলে যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।

তিনি আরো জানান, ঘাটে প্রাইভেটকার, বাস ও ট্রাক মিলেয়ে প্রায় দেড়শ’ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।