ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫৭

ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক এবং তিন চরমপন্থিসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ: ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক এবং তিন চরমপন্থিসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদরে ২১ জন, শৈলকুপায় ১০, হরিণাকুন্ডুতে ৪, কালীগঞ্জে ১০, কোর্টচাঁদপুরে ৪, মহেশপুরে ৭ জনকে থানা পুলিশ ও ১ জনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিজউকে জানান, ৬টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক ও তিন চরমপন্থিসহ বিভিন্ন মামলায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।