ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিম নিবন্ধনে বাংলাদেশের সহায়তা চায় মালয়েশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
সিম নিবন্ধনে বাংলাদেশের সহায়তা চায় মালয়েশিয়া

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বাংলাদেশের কাছে সহায়তা চেয়েছে পূর্ব এশিয়ান দেশ মালয়েশিয়া।

ঢাকা: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বাংলাদেশের কাছে সহায়তা চেয়েছে পূর্ব এশিয়ান দেশ মালয়েশিয়া।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে এ সহযোগিতা চান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার নূর আশিকিন বিনতে মোহাম্মদ তাইব।

এ সময় বাংলাদেশের অভিজ্ঞতা ও জানতে চান হাই কমিশনার।

বৈঠক শেষে তারানা হালিম সাংবাদিকদের বলেন, আমি এ ক্ষেত্রে আমাদের কাজের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করেছি।

বায়োমেট্রিক পদ্ধতিতে বাংলাদেশ সরকারের কতো টাকা খরচ হয়েছে চানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ খাতে কোনো টাকা খরচ করেনি। অপারেটরাই সব ব্যয় বহন করেছে। কারণ কাজটি অপারেটররা নিজ দায়িত্বে করার কথা ছিলো।

অল্প সময়ে এমন বিশাল কাজ সম্পাদনের জন্য হাই কমিশনার বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬

আরএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।