ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে কৃষকের মৃতদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
শ্রীবরদীতে কৃষকের মৃতদেহ উদ্ধার 

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুশালপুর বলদিয়া চর থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুশালপুর বলদিয়া চর থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার একই এলাকায় শমসের আলীর ছেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ কুশালপুর বলদিয়া চর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
 
তিনি আরো জানান, নিহত আনোয়ারের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আনোয়ারকে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।  

খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) লাবনী খন্দকার ঘটনাস্থল পরির্দশন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।