ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
সুনামগঞ্জ মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট ও উপজেলা কমান্ডের আয়োজনে এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।



মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ট‍ার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা-জনতা।

পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, দোয়ারা বাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব জগলুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।