ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পৌরবৃত্তি ও সম্মাননা ৮ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
সৈয়দপুরে পৌরবৃত্তি ও সম্মাননা ৮ ডিসেম্বর

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার জুনিয়র ও প্রাথমিক পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি এবং গুণীজন সম্মাননা প্রদান ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভার জুনিয়র ও প্রাথমিক পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি এবং গুণীজন সম্মাননা প্রদান ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন-একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার।

সৈয়দপুর পৌর এলাকার সাতজন গুণী ব্যক্তি হিসেবে যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন-শিক্ষায় সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার হোসেন মিয়া, সাহিত্যে রেজানুর রহমান, স্বপন আদনান (মরণোত্তর), সাংবাদিকতায় আমিনুল হক, সমাজসেবায় সাবেক এমপি মুজিবুর রহমান (মরণোত্তর), ক্রীড়ায় মো. ইয়াকুব মারজাদ ও আছাদুর রহমান সরকার বাটু (মরণোত্তর)।

সৈয়দপুর পৌরসভার পক্ষে গুণী ব্যক্তিদের এ সম্মাননা জানানো হবে।

সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার বাংলানিউজকে জানান, ২০১৪ সাল থেকে পৌর এলাকায় যারা নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রেখেছেন তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।

তিনি অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।