ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
কুড়িগ্রামে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রামের তিন লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১০ ডিসেম্বর)।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের তিন লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১০ ডিসেম্বর)।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- ডিপুটি সিভিল সার্জন ডা. নাসরীন বেগম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অজয় কুমার রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কুড়িগ্রাম জেলায় এক হাজার ৯৪৯টি কেন্দ্রের মাধ্যমে ২৮১ জন সুপারভাইজার ও পাঁচ হাজার ৮৪৭ জন স্বাস্থ্যকর্মী-স্বেচ্ছাসেবক অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।