ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
খিলগাঁওয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর এলাকায় গণপিটুনিতে বিপ্লব (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গবার (৬ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর এলাকায় গণপিটুনিতে বিপ্লব (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গবার (৬ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব মারা যান।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মা‌ইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েন বিপ্লব। স্থানীয় লোকজনের গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য বিপ্লবের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি মাইনুল।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
এজেড‌এস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।