ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তালায় ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
তালায় ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরার তালা উপজেলা সদরে সোনালী ব্যাংকের নিচে ছিনতাই করে পালানোর সময় রুহলামিন হোসেন (৪০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা সদরে সোনালী ব্যাংকের নিচে ছিনতাই করে পালানোর সময় রুহলামিন হোসেন (৪০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রুহলামিন খুলনা সদরের ময়লাপোতা এলাকার আব্দুল কাদেরের ছেলে।

টাকার মালিক বদিউজ্জামান বাংলানিউজকে জানান, হজের যাওয়ার জন্য তিনি ৫৫ হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিতে যান। এসময় ওই ছিনতাইকারী তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।

তালা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিউজ্জামান মোহন বাংলানিউজকে জানান, ছিনতাইকারী রুহলামিনকে জিজ্ঞাসাবাদ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।