ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ভাগনের ছুরিকাঘাতে মামা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
কুমিল্লায় ভাগনের ছুরিকাঘাতে মামা নিহত

কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নে ভাগনের ছুরিকাঘাতে মামা নিহত হয়েছেন।

কুমিল্লা: কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নে ভাগনের ছুরিকাঘাতে মামা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কোতোয়ালি থানা পুলিশ বিকেল সাড়ে ৪টায় মরদেহ উদ্ধার করেছে।

নিহত মামা হাফিজ মিয়া (৩৮) কালিকাপুর এলাকার বাসিন্দা। ঘাতক ভাগিনা হাসানও একই এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মো. সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতক পলাতক রয়েছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।