ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
লক্ষ্মীপুরে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুর জেলার ৬টি সাব-রেজিস্ট্রি অফিসের দেড় শতাধিক নকল নবিস অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

লক্ষ্মীপুর: চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুর জেলার ৬টি সাব-রেজিস্ট্রি অফিসের দেড় শতাধিক নকল নবিস অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

৪ ডিসেম্বর (রোববার) থেকে এ কর্মসূচি পালন শুরু করেছেন তারা।

বাংলাদেশ নকল নবিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি এ কর্মসূচির ঘোষণা দেয়।    

চন্দ্রগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লক্ষ্মীপুরে নারী ও পুরুষসহ অন্তত দেড় শতাধিক নকল নবিসকারক রয়েছেন। সারাদেশে নকল নবিসকারকের সংখ্যা প্রায় ১৫ হাজার। বর্তমান সরকার প্রায় ৩৪ হাজার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণ করলেও মাত্র ১৫ হাজার নকল নবিসের চাকরি জাতীয়করণ করছে না। ’

তারা আরো বলেন, এ পেশায় নিয়োজিত নারী-পুরুষ শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।

অন্যদিকে গত এক বছর ধরে তাদের পাওনা পরিশোধও করা হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।  

জানা যায়, জেলার সদর, চন্দ্রগঞ্জ, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের ৬টি সাব-রেজিস্ট্রি অফিসে ১৫০ জনেরও অধিক নারী-পুরুষ নকল নবিস হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিসহ চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছে।

এদিকে, নকল নবিসকারকরা টানা কর্মবিরতি পালন করায় সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দ্বি-নকল দলিল উত্তোলনসহ প্রয়োজনীয় দলিল সংগ্রহ করতে পারছেন না সাধারণ মানুষ।

লক্ষ্মীপুর জেলা নকল নবিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বাংলানিউজকে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।