ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ২ নারীকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
মুন্সীগঞ্জে ২ নারীকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জে জনু বেগম (৩৫) ও সনিয়া (২৬) নামে দুই নারীকে কুপিয়ে জখম করেছে করেছে দুর্বৃত্তরা।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জনু বেগম (৩৫) ও সনিয়া (২৬) নামে দুই নারীকে কুপিয়ে জখম করেছে করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ চর মনশুরা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জনুর স্বামী নান্নু বেপারি বাংলানিউজকে জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জের ধরে প্রতিপক্ষ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে গুরুতর আহত হন তার স্ত্রী। একই ঘটনায় বাড়ির মোয়াজ্জেম বেপারির স্ত্রী সোনিয়াও গুরুতর আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।