ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে নবদম্পতি নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
গোপালগঞ্জে নবদম্পতি নিহতের ঘটনায় সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে বাসচাপায় নবদম্পতি নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে জনতা।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসচাপায় নবদম্পতি নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে জনতা।

 

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের ফকিরকান্দিতে সড়ক দ‍ুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

এরপর দুপুরে বাস চালকের বিচার দাবিতে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে। দোষীদের শাস্তি দেওয়া হবে পুলিশের এরকম আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস ফকিরকান্দিতে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা মো. খালিদ শেখ (৩০) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (১৮) ঘটনাস্থলেই মারা যান। চলতি বছরের ১৮ নভেম্বর তাদের বিয়ে হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, ঘটনার পর বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।