ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
আশুলিয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক নারীর মৃত্যু

আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিদগ্ধ নেহেরা আক্তার (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

আশুলিয়া: আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিদগ্ধ নেহেরা আক্তার (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢামেক বার্ন ইউনিটের   আইসিইউতে তার মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শংকর পাল।

তিনি জানান, নেহেরা ৪০ শতাংশ বার্ন নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক বার্ন ইউনিটে মারা যায়। আশুলিয়ার লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে এই পর্যন্ত নেহেরাকে নিয়ে মোট পাঁচজন নারীর মৃত্যু হয়।

ডা. পার্থ শংকর পাল জানান, আশুলিয়ার লাইটার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বেশ কয়েকজন ঢামেকে চিকিৎসাধীন।

নেহেরা আক্তারের মৃত্যুর সময় তার পাশে থাকা স্বামী মংলা মন্ডল তিনি জানান, তাদের এক ছেলে ও দুই মেয়ে। তাদের বাড়ি বগুরা জেলার গাবতলী উপজেলায়।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।