ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রুটে ফেরিগুলো সচল থাকলেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না। 

শিমুলিয়া: দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রুটে ফেরিগুলো সচল থাকলেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না।

 

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে লৌহজংয়ে বিআইডব্লিওটিসি'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম বাংলানিউজকে জানান, ঘন কুয়াশায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নিরাপত্তার স্বার্থে আমরা ফেরিগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কমলে ফেরি চালু করে দেবো।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকালে ফেরি বন্ধ থাকলে গাড়ির কিছুটা চাপ থাকে। ফেরি সচল হলে এক ঘণ্টার মধ্যেই সব ঠিক হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।