ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

মানিকগঞ্জ: ঘনকুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।  

বুধবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে জানান, সকাল পৌনে ৭টার দিকে ঘনকুয়াশায় নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘণ্টা দুই পর কুয়াশা কেটে যাওয়ায় যথারীতি ফেরি চলাচল শুরু হয়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে শতাধিক এবং পাটুরিয়া ঘাটে শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে অপেক্ষমাণ গাড়ির সংখ্যা কমছে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।