ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে বিদেশি মদসহ দুই যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
আদিতমারীতে বিদেশি মদসহ দুই যুবক আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৫ বোতল মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। 

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৫ বোতল মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার দুর্গাপুর মান্নানের চৌপতি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে দুলাল মিয়া (১৮) ও একই এলাকার মোহসিন আলীর ছেলে জসিম উদ্দিন (১৯)।

আদিতমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রেহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  মান্নানের চৌপতি এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তাসহ দুলাল মিয়া ও জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে ওই বস্তার ভেতরে ১৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়।  

আটক দু’জনের বিরুদ্ধে ‍ আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।