ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে শাকিলের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ঢাবি কেন্দ্রীয় মসজিদে শাকিলের জানাজা সম্পন্ন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।  

বুধবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ড. সৈয়দ এমদাদ উদ্দীন।

এতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন,  শাকিলের ছোট ভাই বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

সমস্ত প্রক্রিয়া শেষে সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নেওযা হয়।

ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ভিসেরাসহ অন্যান্য পরীক্ষ‍ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেসব পরীক্ষার প্রতিবেদন হাতে প‍াওয়ার পরে ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে।

‘তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই’ বলে সাংবাদিকদের জানান তিনি।

এর আগে সকাল পৌনে ৮টায় বারডেম হাসপাতাল থেকে ঢামেক মর্গে নেওয়া হয় বলে মাহবুবুল হক শাকিলের মরদেহ।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে মাহবুবুল হক শাকিলকে রাজধানীর গুলশানের একটি রেস্তঁরায় মৃত অবস্থায় পাওয়া যায়। ধারনা করা হচ্ছে সেখানে হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।