ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
পাথরঘাটায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় শহিদুল ইসলাম (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাথরঘাটা (বরগুনা): গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় শহিদুল ইসলাম (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাথরঘাটার জিনতলা সংলগ্ন বিষখালী নদীতে ট্রলারে এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা।

এফবি মোহসেন আউলিয়া ট্রলারের মাঝি মো. ফোরকান মিয়া বাংলানিউজকে জানান, মঠবাড়িয়া উপজেলার পিন্টু মিয়ার মালিকানাধীন এফবি মোহসেন আউলিয়ার ট্রলার নিয়ে পাথরঘাটা মৎস্য বাজার ঘাট থেকে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে রওয়ানা হন। জিনতলা সংলগ্ন বিষখালী নদীতে যাওয়ার পর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন মৎস্য শ্রমিক শহিদুল ইসলাম। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য পাথরঘাটা নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।