ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে গাঁজার গাছসহ চাষি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সুন্দরগঞ্জে গাঁজার গাছসহ চাষি আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়ার চর থেকে ১৮টি গাঁজার গাছসহ বুলু মিয়া (৩৭) নামে এক চাষিকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়ার চর থেকে ১৮টি গাঁজার গাছসহ বুলু মিয়া (৩৭) নামে এক চাষিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

বুলু মিয়া কাপাসিয়ার চর গ্রামের লাল মিয়ার ছেলে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ বাংলানিউজকে জানান, বুলু মিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজার চাষ করছিলেন। খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি ও অপর তিন বাড়ি থেকে ১৩টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে ‍অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুলুসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।