ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
কেরানীগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক

কেরানীগঞ্জে ৪শ’ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ৪শ’ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন-আব্দুর রশিদ (২৬) ও মোহাম্মদ নয়ন (২৫)।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রবি চরণ চৌহান বাংলানিউজকে জানান, ভোরে কেরানীগঞ্জ মডেল থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে আব্দুর রশিদ ও মোহাম্মদ নয়নকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আব্দুর রশিদের কাছে ৩০০ পিস ও মোহাম্মদ নয়নের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ফারুক বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।