ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাকিলের মরদেহ ময়মনসিংহে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
শাকিলের মরদেহ ময়মনসিংহে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ ময়মনসিংহে পৌঁছেছে। বুধবার (০৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর বাঘমাড়া রোডের বাসার সামনে পৌঁছ‍ায় শাকিলের মরদেহবাহী গাড়িটি। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।  

ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ ময়মনসিংহে পৌঁছেছে ।

বুধবার (০৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর বাঘমাড়া রোডের বাসার সামনে পৌঁছ‍ায় শাকিলের মরদেহবাহী গাড়িটি।

এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।  

স্বজনদের পক্ষে থেকে জানানো হয়, বিকেল ৪টার দিকে নগরীর টাউন হল ‍মাঠে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে শাকিলের মরদেহ। এরপর বাদ মাগরিব নগরীর আঞ্জুমান মাঠে নামাজে জানাজা শেষে ভাটিকাশর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ড. সৈয়দ এমদাদ উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এমএএএম/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।