ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা মুক্ত দিবসে সভা-ৠালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সাতক্ষীরা মুক্ত দিবসে সভা-ৠালি

৭ ডিসেম্বর সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস। দিনটি উপলক্ষে ৠালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

সাতক্ষীরা: ৭ ডিসেম্বর সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস। দিনটি উপলক্ষে ৠালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বুধবার বেলা সাড়ে ১১টায় শহরে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। র‌্যালিটি মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশাররফ হোসেন মশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মুক্তিযোদ্ধা মহিদ খান দুলু, মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, ৭ ডিসেম্বর সাতক্ষীরাবাসীর জন্য অত্যন্ত গৌরবের। ১৯৭১ সালের এই দিনে সকাল থেকেই বিজয়ের খবর ছড়িয়ে পড়ে চারদিকে। সাতক্ষীরার মানুষ মুক্তির মিছিলে মাতোয়ারা হয়ে উঠেছিল সেদিন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।