ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে সুনামগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
নারী নির্যাতন প্রতিরোধে সুনামগঞ্জে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান।

এসময় আরো বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কেয়ার সুনামগঞ্জ রিজিওনাল কার্যালয়ের ব্যবস্থাপক জোবেদা খানম, ব্র্যাকের জেলা শাখার ব্যবস্থাপক কাইয়ূম উদ্দিন, ব্র্যাকের জেলা শাখার প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।