ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ভোলায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ভোলা: ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলার সৈনিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরুল লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ গ্রামের মৃত আবদুল হকের ছেলে। তিনি হ্যাচারি পোনা উৎপাদন ব্যবসায়ী ছিলেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সৈনিক বাজার এলাকায় নুরুল ইসলাম র‍াস্তা পার হচ্ছিলেন। এসময় চরফ্যাশন থেকে ভোলাগামী একটি বাসের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।