ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পটকা মাছ খেয়ে মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সিলেটে পটকা মাছ খেয়ে মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের পর আরও একজন মারা গেছেন।

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের পর আরও একজন মারা গেছেন।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার থুবাং গ্রামের আবদুল মুতলিবের স্ত্রী শফাতুন্নেছাকে (৬০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

এদের মধ্যে ৭ জন জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, ৭ জন একটি বেসরকারি হাসপাতালে এবং ৭ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিন সদস্যের মেডিকেল টিম গঠন কর‍া হয়েছে বলে জানিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

** সিলেটে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।