ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল বিষয়ে ওরিয়েন্টেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল বিষয়ে ওরিয়েন্টেশন

মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মুন্সীগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, এবার মুন্সীগঞ্জে ৬-১১ মাস বয়সী ২১ হাজার একজন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৫৬ হাজার ৫৩৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় উপজেলায় মোবাইল টিমসহ ১ হাজার ৭৫৪টি কেন্দ্রে সব শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় এই ক্যাম্পেইনের গুরুত্ব ও আহ্বান পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।